Please wait...
This is logo

EIIN Number :119224
Code Number : 7602012301
Email: [email protected]
Contact: 01711468564

নোটিশ
ছাত্রদের জন্য সাধারণ জ্ঞাতব্য

ছাত্রদের জন্য সাধারণ জ্ঞাতব্য

No Image Found

ছাত্রদের জন্য সাধারণ জ্ঞাতব্য

*প্রত্যেক ছত্রকে মদরাসায় পরিস্কার পরিচ্ছন্ন ইউনিফর্ম পরে উপস্থিত হওয়া ।
*ক্লাশ শুরুর ১৫ মিনিট আগে মদরাসায় উপস্থিতি নিশ্চিত করা । 
*মাথার চুল ও হাত পায়ের নখ বড় করে রাখা নিষিদ্ধ।
*মাদরাসায় বিনা কারণে অনুপস্থিত না থাকা । 
*অনুপস্থিতির জন্য অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত দরখাস্তের মাধ্যামে ছুটি অনুমোদন করানো ।
*সর্বপ্রকার অশালীন আচরণ নিষিদ্ধ । 
*মাদারাসায়  ক্লাসে চাকু , ব্লেড বা বিপজ্জনক কোন দ্রব্য বহন নিষিদ্ধ।
*ক্লাশে মোবাইল ব্যবহার নিষিদ্ধ ।
*প্রচলিত সকল রাজনৈতিক সংগঠন থেকে বিরত  থাকতে  হবে । 
*ওস্তাদ , পিতা -মাতা ও মুরুব্বীদের সাথে বেয়াদবী অসেীজন্য আচারণ থেকে বিরত থাকা । 
ছাত্রদের জন্য সাধারণ জ্ঞাতব্য ২

*প্রতিদিন সমাবেশে অংশগ্রহণ করতে হবে ।
*মাদরাসা কতৃক আয়োজিত সর্বপ্রকার অনুষ্ঠানে অংশগ্রহণ বাধ্যতামুলক ।
*মাদরাসায় অনুষ্ঠিত সকল পরীক্ষায় অংশ গ্রহণ বাধ্যতামুলক । 
*পায়খানা -পেশাবে নিয়মিত ঢিলা –কুলুখ টয়লেট পেপার ব্যবহার করতে হবে ।
*নিয়মিত মিসওয়াক ব্যবহার করতে হবে ।
*শার্ট, প্যান্ট, আপত্তিকর গেন্জি ও ল¤া^ টুপি পরিধান নিষিদ্ধ । 
*ধুমপান, সিনেমা, এমপি থ্রি , ফোর , গান বাজনা জুয়া তাস ও যাবতীয় অবৈধ দ্রব্য ব্যবহার নিষিদ্ধ । 
*মাদরাসার কোন সম্পদ বা আসবাব পত্র নষ্ট করা নিষিদ্ধ করলে ক্ষতি পুরণ দিতে হবে ।
*মাদরাসায় উপস্থিত হওয়ার পর বিনা অনুমতিতে বাসায় যাওয়া ও বাহিরে অবস্থান নিষিদ্ধ ।
*পরীক্ষায় কোন প্রকার অসদুপায় অবলম্বন করলে মাদরাসা থেকে বের করে দেওয়া হবে ।
*মামরাসার যাবতীয় আইন কানুন মেনে চলতে হবে ।
*নিষিদ্ধ কোন সংগঠন  সমর্থক ্ তাদের কোন বই পুস্তক কাছে রাখা সিষিদ্ধ ।
*পরস্পর ঝগড়া বিবাদ থেকে বিরত থাকা । কোন বিষয়েয় ঝগড়া বিবাদের পরিবেশ তৈরী হলে তাৎক্ষনিক শিক্ষককে অবহিত করা ।