Please wait...
This is logo

EIIN Number :119224
Code Number : 7602012301
Email: [email protected]
Contact: 01711468564

নোটিশ
অভিভাবকের জ্ঞাতব্য বিষয়ঃ

অভিভাবকের জ্ঞাতব্য বিষয়ঃ

No Image Found

অভিভাবকের জ্ঞাতব্য বিষয়ঃ

কোন ছাত্র দ্বারা মাদরাসার আইন শৃংখলা , নিয়মানুবর্তিতা  এবং লেখা পড়ার পরিবেশ বিঘিœত হলে মাদরাসা কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোন     সিদ্ধান্ত মেনে নেওয়া । 
*ছাত্রকে যথা সময়ে মাদরাসায় পৌছা দেওয়া ও বাড়ীতে নিয়ে যাবার দায়িত্ব অভিভাবকের ।
*ছাত্রর লেখা-পড়ার অগ্রগতি ও সমস্যা নিয়ে মাদরাসার অধ্যক্ষ দায়িত্ব প্রাপ্ত শিক্ষকের সাথে মত বিনিময় করা । 
*মাদরাসার ইউনিফর্ম পরিয়ে মাদরাসায় পাঠানো । 
*ছাত্র ছুটির দরখাস্তে ও রেজাল্ট শিটে অভিভাকের স্বাক্ষর নিশ্চিত করা । 
*অভিভাবকগণ ডায়রির মাধ্যামে তার মতামত  পরামর্শ শ্রেণী শিক্ষককে জানানো । 
*প্রতিদিন অথবা সপ্তাহে একবার ডায়েরী পর্যাবেক্ষণে গুরুত্ব দেওয়া । 
*অভিভাবক সমাবেশে যোগদানে গুরুত্ব দেওয়া । 
অভিভাবকের জ্ঞাতব্য বিষয়
*ছাত্রের পোশাক –পরিচ্ছেদ, বই , পুস্তক , খাতা – কলম এবং অন্যান্য উপকরণ যথাসময়ে যোগান দেয়া কর্তব্য । 
*অনুপস্থিতির কারণে কোন ছাত্র পড়া শোনায় পিছিয়ে পড়লে অভিভাবক নিজ দায়িত্বে তা পুরণের ব্যবস্থা নিবেন ।
*অভিভাবক যে বোন তথ্য জানতে চাইলে, আবেদনের মাধ্যামে জানাতে হবে ।
*বাড়িতে গান বাজনা  সবধরনের অনৈসলামিক নীতি – নীতি পরিহার করে, ছাত্র জন্য উপযোগী ত্বীনি পরিবেশ তৈরী করা অভিভাবকের নৈতিক দায়িত্ব ।
অভিভাবকের সমাবেশ
ছাত্রদের লেখা পড়ার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সামাবেশের ব্যবস্থ্ াকরা হয় । এই সমাবেশে ছাত্রদের লেখা পড়ার মান উন্নয়নে  অভিভাবকের সুপরামর্শ দেওয়ার সুযোগ রয়েছে । অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণার তারিখে দাওয়ূাত পত্রের মাধ্যামে অভিভাবক মন্ডলী কে দাওয়াত প্রদাান করা হয় ও তাদের হাতে ফলা ফল তুলে দেওয়া হয় ।
অভিযোগ ও পরামর্শ  
প্রতিষ্ঠানের শিক্ষার মান , নিয়ম –শৃংখলা, নীতি –নীতি বা অন্য যে কোন ব্যাপারে অভিভাবক মন্ডলীর সুপরামর্শ বা অভিযোগ থাকলে তা লিখিত আকারে মাদরাসার সভাপতি অধ্যক্ষ সাহেবকে জানালে কর্তৃপক্ষে  আপনাদের সুপরামর্শ বা অভিডোগ গ্রহণ করতে বন্ধ পরিকর ।