Please wait...
This is logo

EIIN Number :119224
Code Number : 7602012301
Email: [email protected]
Contact: 01711468564

নোটিশ
বোর্ডিং সংক্রান্ত তথ্যঃ

বোর্ডিং সংক্রান্ত তথ্যঃ

No Image Found

বোর্ডিং এর নিয়মাবলীঃ


*একজন সমন্বয়বারীর অধীনে তিনজন বোর্ডিং সুপারের মাধ্যমে সার্বক্ষণিক তদারকি করা হয় ।
*বোর্ডিং এ অবস্থানরত ছাত্রদেরকে বোর্ডিং সমন্বয়কারির নিকট হতে ছুটি নিয়ে যেতে হয় ।
*ছাত্রদের পাঁচ গয়াক্ত নামায জামাতের সাথে আদায় বাধ্যতামুলক ।
*বিনা ছুটিতে বোর্ডিং ত্যাগ নিষিদ্ধ । 
*বাদ ফজর হতে সকাল ৮.৩০ মি: পর্যন্ত ছত্রদের লেখাপড়া করা বাধ্যতামুলক ।
*আছর নামাযের পর থেকে মাগরিবের পুর্ব পর্যবÍ ছাত্ররা বোর্ডিং এর নিকটতম  স্থানে শরীর চর্চা মুলক শরিয়ত খেলা ধুলা করতে পারবে । তবে দুরে কোথাও যেতে হলে অনুমতি নেতে হয় । 


বোর্ডিং সংত্রুান্ত তথ্যঃ

*বাদ মাগরিব কোন ছাত্রের বোর্ডিং ত্যাগ নিষিদ্ধ ।
*রাত ১১.০০ টা পর্যন্ত লেখা পড়া করা বাধ্যতামুলক ।
*মাসে একবারের বেশি বাড়ি যাওয়া নিষিদ্ধ ।
*আভিভাবকের উপস্থিতি ব্যতিত ছোট ছাত্রদের ছুটি দেয়া হয় না ।
* ক্লাসের সমযে বিনা  অনুমতিতে কোন ছাত্রর আবাসিক অবস্থান নিষিদ্ধ ।
*বোডিং এর অবস্থান রত ছাত্রদের প্রচলিত কোন রাজনৈতিক সংগঠনের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকা নিষিদ্ধ।
* নিষিদ্ধ কোন সংগঠনের সমর্থক , তাদের বই –পুস্তুক , লিফলেট পড়া বা কাছে রাখা নিষিদ্ধ ।
বোর্ডিং এর ধরন
বোর্ডিং এ ছাত্রদের জন্য তিন ধরনের পদ্ধতিতে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয় । 


(ক) লিল্লাহি বোর্ডিংঃ
দরিদ্র ও মেধাবী ছাত্রদের জন্য লিল্লাহি বোর্ডিং এ ফ্রি থাকা খাওয়া ব্যবস্থা করা হয় । সাধারণ জনগণের দান , সদকা ,যাকাত , ফেতরা ও কোরবাণীর চামড়ার টাকা দিয়ে এ খরচ মিটানো হয় ।
(খ) সধারণ বোর্ডিংঃ
মধ্যবিত্ত ছাত্রদের জন্য মাদরাসার আসাসিকে নির্ধারিত টাকা নিয়ে দিনে দু বার খানা পরিবেশন করা হয় ।
(গ) স্পেশাল বোর্ডিংঃ
বিত্তশালী অভিভাবকদের সন্তানদের লেখাপাড়ার সুবিধা জন্য প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণে টাকা নিয়ে দিনে তিনবার স্বাস্থ্যস্মত , সুষম খাদ্য পরিবেশন করা হয় ।