Please wait...
This is logo

EIIN Number :119224
Code Number : 7602012301
Email: [email protected]
Contact: 01711468564

নোটিশ
মাদরাসার লক্ষ্য ও উদ্দেশ্য

মাদরাসার লক্ষ্য ও উদ্দেশ্য

মাদরাসার লক্ষ্য ও উদ্দেশ্য

মাদরাসার লক্ষ্য ও উদ্দেশ্য
১। ছাত্রদের কোরআন ও হাদিস শরীফের ইলাম অর্জন ও তদানুযায়ী আমলে অভ্যস্থ করা । 
২। নাবিয়্যীন, সিদ্দিকীন, শোহাদা ও ছালেহীনের আদর্শের আলোকে ছাত্রদের জীবন গঠন করা । 
৩। ছাত্রদের সুন্নাতে নববীর পূর্ণাঙ্গ অনুসারি হিসেবে গড়ে তোলা । 
৪। আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শে ও আকিদার ছাত্র দের গড়ে তোলা । 
৫। বাংলাদেশের একজন আদর্শ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা । 
মাদরাসা বৈশিষ্ট্য
*বোর্ড রির্ধারিত সেলেবাস ছাড়া ও প্রয়োজনীয় অতিরিক্ত বিষয় শিক্ষ দান ।  
*নবম শ্রেণি হতে বিঞ্জান বিভাগ ও কম্পিউটার শিক্ষার সু-ব্যবস্থা ।
*বার্ষিক অর্ধবার্ষিক পরিক্ষা ছাড়াও সাপ্তাহিক ও মাসিক পরিক্ষা ব্যবস্থা ।
*নূরানী প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা কোরআন শিক্ষার ব্যবস্থা । 
*অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমন্ডলী  দ্বার্ াপাঠদানের ব্যবস্থা ।
*মাদরাসা নির্ধারিত ইউনিফর্ম পরে ক্লাসে আসা । 
*রাজনীতি মুক্ত নিরিবিলি পরিবেশে পাঠদান ।
*ছাত্রদের নিয়মিত সমাবেশের ব্যবস্থা ।
*সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত নিয়মত পাঠদান ।
*পরীক্ষার্থীদের জন্য বিশেষ কোচিং এর ব্যবস্থা । 
*বিির্ষক সাংস্কৃতি অনুষ্ঠানে বির্তক প্রতিযোগিতার ব্যবস্থা ।
*প্রতিবছর শিক্ষ সফরে ব্যবস্থা ।
*ছাত্রদের নিয়মিত আরবি ও ইংরেজী  স্পিকিং শেখার ব্যবস্থা ।
*দুরের ছাত্রদের জন্য বোর্ডিং এ থেকে পড়া-লেখার ব্যবস্থা ।
*ছাত্রদের ¯¦ল্প বেতনে পড়া-লেখার ও কৃতি ছাত্রদের জন্য পুরুষ্কারের ব্যবস্থা।
*আলিম ফাযিললের ছাত্রদের বিনা মুল্য বই প্রদান । 
*পরীক্ষার খাতা ও নম্বর প্্ত্ের অভিভাবকের মন্তব্য ও স্বাক্ষর গ্রহণ ।
*প্রত্যেক বৎসর নিয়মিত অভিভাবক সামাবেশের ব্যবস্থা কর্ া।
*প্রতিদিন পাঁচ বার ছাত্র হাজিরার ব্যবস্থা করা ।
পাঠাগার
জ্ঞান বিজ্ঞানে বিভিন্ন শাখায় পারদশির্কতা অর্জনে সহায়তার লক্ষ্যে বিভিন্ন শ্রেণির পাঠ্য পুস্তাক  ছাড়াও পাঠ্যত্রুমে সমপুরক হিসেবে উল্লেখযোগ্য গ্রন্থের সমন্বয়ে একটি পাঠাগার রয়েছে । এ পাঠাগার হতে বিধি মোতাবেক নির্ধারিত সময়ের জন্য ছাত্রদের কে বই দেয়া হয় ।
কম্পিউটার ল্যাব ও বিজ্ঞানাগার
মাদরাসার প্রতিটি ছ্ত্রাকে যুগোপযোগি করে গড়ে তোলার জন্য প্রতিষ্ঠানে একটি সমৃদ্ধি কম্পিউটার ল্যাব রয়েছে এবং নবম ও দশম শ্রেণী বিজ্ঞান বিভাগের ছাত্রদের জন্য রয়েছে একটি সমৃদ্ধি বিজ্ঞানে গার । এ খানে নিয়মিত ছাত্রদের হােেত কলমে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে । 
প্রজেক্টরের মাধ্যমে ক্লাস
প্রতিষ্ঠানে পাঠদান কার্যত্রুম  আরো উন্নত করার জন্য স্থাপন করা হয়েছে একটি মাল্টিমিডিয়া ক্লাস রুম যে খানে নিয়মিত ছাত্রদের কে পর্যায়ক্রমে শ্রেনী  ভিত্তিক বিষয়ে ডিজিটাল ব্যবস্থাপনায় ক্লাস নেয়া হয় । কম্পিউটার ও প্রজেক্টরের সাহায্যে পাঠদান পদ্ধতি আধুনিক করা হয়েছে । 
বিশেষ র্কোস
ছাত্রদের শুদ্ধ আকিদায় বিশ্বসী হক্কানী আলেম হিসেবে গড়ে তোলার পদক্ষেপ হিসেবে আরবি সাহিত্য , নাহু- সরফ ও উসুল শাস্ত্রে পারদর্শি লক্ষ্যে রয়েছে বিশেষ কোর্স ।
তাযকিয়ায়ে নফস ও আধ্যাতিœক উন্নতির জন্য তরিকত তাসাইফ চর্চার ব্যবস্থার সাথে বাতিল ফিরকার খপ্পর হতে ঈমান হিফাজতের জন্য  দেশবরেণ্য মুবাহিস আলেমদের দ্বারা মাসিক , ত্রৈ-মসিক ও বাৎসরিক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা ও সম্মেলনের ব্যবস্থা রয়েছে ।
ডিজিটাল হাজিরা ও ফলাফল
স্কুল এন্ড কলেজ ম্যানেজমেন্ট সফটওয়ার মাধ্যামে ছাত্রদের ডিজিটাল হাজিরার ব্যবস্থা রয়েছে । এ ছাড়া প্রবেশ পত্র , আসন পত্র ও ফলাফল ডিজিটাল পদ্ধতিতে তৈরী করা হয় । 
পরিকল্পনা
প্রতিটি শ্রেণিকক্ষে, মাঠে ও প্রধান ফটকে সিসি ক্যামেরা ও সাউন্ড সিস্টেমের দ্বারা নিবির পর্যবেক্ষণের মাধ্যমে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ  ব্যবস্থা স্থাপনের পরিবল্পনা রয়েছে ।
বিবিধ জ্ঞাতব্য
পোষাক 
হালকা আসমানী রং নিসফে সাফ (হাটু ও টাখনুর মাঝামাঝি পর্যন্ত লম্ব ) গোল জুব্বা (কলার ছাড়া ) সাদা সালওয়ার ও সাদা গোল টুপি পরে আসতে হবে । গ্রীষ্ম কালে কালো স্যান্ডেল ও শীতকালে সাদা সু পরে আসতে হবে । 
পরিচয় পত্র ও ডায়েরী 
শিশু শ্রেণী হতে দাখিল ১০, শ্রেনী পর্যন্ত ছাত্রদের জন্য পরিচয় পত্র ও ডায়েরী ব্যবহার বাধ্যতামুলক । 
পরীক্ষা পদ্ধতি
*বিষয় ভিত্তিক শিক্ষকের মাধ্যামে শ্রেণীতে সাপ্তাহিক পরীক্ষা গ্রহণ করা হয় । 
*প্রতি মাসের শেষ কার্যদিবসে মাসিক পরীক্ষা অনুষ্ঠিত হয় । এ পরীক্ষার নম্বর সংরক্ষণ করে অর্ধবার্ষিাক ও বার্ষিক পরীক্ষার সাথে সমন্বয় করা হয় । 
*মাদরাসা শিক্ষা বোর্ড কতৃর্ক নির্ধাারিত সময়ে অর্ধ বার্ষিক পরীক্ষা ও বার্ষিক পরীক্ষা গ্রহণ করা হয় ।
*শিশু শ্রেণী হতে ফাযিল শ্রেনী পর্যবÍ গ্রেডিং পদ্ধতিতে ফলাফল ঘোষণা করা হয় ।
*মাসিক পরীক্ষার নম্বর অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার সাথে যোগ করে ফলাফল তৈরী করা হয় ।
*দুই পরীক্ষার মোট নম্বরের গড় করে বার্ষিক পরীক্ষার ফলাফল তৈরি করা হয় ।
পরিক্ষার ফি ঃ মাসিক পরীক্ষা ও বাৎসরিক দুটি পরীক্ষার ফি সমুহ নোটিশ মাধ্যামে জানানো হবে । 
ছাত্রদের জন্য সাধারণ জ্ঞাতব্য
*প্রত্যেক ছত্রকে মদরাসায় পরিস্কার পরিচ্ছন্ন ইউনিফর্ম পরে উপস্থিত হওয়া ।
*ক্লাশ শুরুর ১৫ মিনিট আগে মদরাসায় উপস্থিতি নিশ্চিত করা । 
*মাথার চুল ও হাত পায়ের নখ বড় করে রাখা নিষিদ্ধ।
*মাদরাসায় বিনা কারণে অনুপস্থিত না থাকা । 
*অনুপস্থিতির জন্য অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত দরখাস্তের মাধ্যামে ছুটি অনুমোদন করানো ।
*সর্বপ্রকার অশালীন আচরণ নিষিদ্ধ । 
*মাদারাসায়  ক্লাসে চাকু , ব্লেড বা বিপজ্জনক কোন দ্রব্য বহন নিষিদ্ধ।
*ক্লাশে মোবাইল ব্যবহার নিষিদ্ধ ।
*প্রচলিত সকল রাজনৈতিক সংগঠন থেকে বিরত  থাকতে  হবে । 
*ওস্তাদ , পিতা -মাতা ও মুরুব্বীদের সাথে বেয়াদবী অসেীজন্য আচারণ থেকে বিরত থাকা ।